সীমানা ছাড়ায়ে দাও দু পা বাড়ায়ে,
               ঐ অসীমের পানে;
তুলে কন্ঠে তান সেই জীবনের গান,
              তুমি ভাসাও প্লাবনে।


জাগুক বিশ্ব আর হবে না নিঃস্ব,
           কাঁদিবে না বেদনায়;
ওরে তরুণ তপন জাগাতে মনন,
         তোমার প্রাণের সাধনায়।


সবুজের ধারা কভু হবে না হারা,
          রৌদ্রোজ্জ্বল হোক ধরা!
সুখে দুখে মিশে আকুল আভাসে
               কেটে যাক জরা।


জীবনের গান শোনো দিয়া প্রাণ,
           তাকায়ে প্রকৃতির পানে;
প্রকৃতি শেখায় আর করোনা ভয়,
           মোরা ধন্য তাঁর দানে।


২৭ শে পৌষ, ১৪২৬,
ইং ১৩/০১/২০২০,
সোমবার সকাল ৯টা। ৯০৫, ০৩/০২/২০২০।