এই জগতে মহামানবের মহান সৃষ্টি
তোরা, ত্রিপিটক, কোরআন, বাইবেল, গীতা;
মানবচিত্তে চেতন না এলে পরে,
যুগে যুগে মরবে সত্য, সাবিত্রী, আর সীতা।

আমরা ফেলবো চোখের জল
ধরায় গরীব দুর্বল যারা;
এ পথ, ও পথ, সে পথ করে
শেষে মিলবে গলায় খাঁড়া।

মোদের বলির পাঠা হতেই হবে
সেই জ্ঞানের পরশ না পেলে;
আর মরবো খেটে পরের জন্য
গোষ্ঠীসহ মা, বাবা এবং ছেলে।

ওই একই মায়ের সন্তান হয়ে
কেন করিস নানান ছল;
একসাথে থাকতে পারলেই
হয়তো পেতাম বুকে বল।

ছোট-বড় কেউ নই মোরা
সবার জন্ম, মৃত্যু, সমান;
আজ আছি কাল থাকবো না রে
কিসের ওই জাত্যাভিমান?

জড়িয়ে ধরে বুকে নিয়ে
যদি থাকতে পারতাম সবাই;
সেই আনন্দই,শান্তির, রূপরেখা
ওই একটু শুধু ভাবাই।

৭ই পৌষ, ১৪২৮,
ইং ২৩/১২/২০২১,
বৃহস্পতিবার সকাল ৭:২৩। ১৫৩৯, ২৩/১২/২০২১।