ওই হোথায় দাঁড়িয়ে আছে-
     যে শিশুটি;
ফুলের মত হৃদয় ভুলায়,
     ওর আঁখি দুটি।


জীবন ধারার প্রতীক হয়ে,
   ওযে হেথায় রয়ে যাবে;
ফুলের মত সুভাস দিয়ে,
    স্বর্গোদ্দান গড়বে ভবে।


অন্ধ সংস্কার যাহা আছে,
  নবীন যেন নাহিরে পায়;
মুক্ত মনে নতুন ধারায়,
  ওদের চিন্তা যেন ছড়ায়।


খারাপ যত আছে ওগো-
     থাকুক মোদের সাথে;
মোদের ভালো দেবে আলো,
     ওদের চলার পথে।


২৬ শে ভাদ্র ১৪০০,
ইং ১২/০৯/১৯৯৩,
রবিবার, রাত ১২টা
শিলবারি আসাম। ৮০৭, ১৫/১০/২০১৯।