তৃষিত হৃদয় মোর, কাঁদে বারে বার,
কোথা পাব সেই বারি মেটাতে আমার?
চাতকের মত ঘুরি, পাবো বলে তারে,
পথ হারা আমি ওরে, মরি ঘুরে ঘুরে।
অভীষ্ট নিবিষ্ট কোথা? কোথা পাব পথ?
আকুলি বিকুলি ডাকি, দেও মোরে রথ।
আঁধারেই আলো পাব, যদি থাকো সাথ,
তবেই যে খুঁজে পাব, অজানার পথ।


সবাই উন্মাদ আজ, ছুটি দিশে হারা,
আলোতে আঁধার খুঁজি, ভাবি মোরা কারা?
ক্ষুদ্র সীমা রাখে ধরে, ব্যোম বহু দূর,
কিছুই পাবো না আর, বসে নিজ পুর।
অনন্ত সীমান্ত দেখি,  দিগন্তের পারে,
জ্ঞানের পরশে আলো, আসে বুঝি ঘুরে।


১ লা আশ্বিন,১৪২৭,
ইং ১৮/০৯/২০২০,
শুক্রবার বেলা ১০:৩০। ১১৩৭,  ২২/০৯/২০২০।