অন্ধ বিবেক উঠুক জাগি,
চোখ মেলেদেখুক জগৎময়;
প্রকৃতির এই খেলা ঘরে,
থাকবে না আর ভয়।


অন্ধ থাকে অন্ধকূপে,
ছোট্ট গন্ডিতে বাঁধা;
বিশ্ব জগত পায় না দেখতে,
কান্নাই কেবলমাত্র সাধা।


খুলে দে রে হৃদয় দুয়ার,
এই অসীমের মাঝে;
অজানা ওই অন্ধ বিবেক,
লেগে যাবে কাজে।


অন্ধ বিবেক দেখতে পাবে,
বন্ধ খাঁচার পাখি;
সোনার আলোয় ভরে দেবে,
সেই বিবেকের আঁখি।


আঁখি তখন পাখি হয়ে,
উড়বে নীল আকাশে;
শান্তির কথা সাম্যের কথা,
ভাসবে দক্ষিণা বাতাসে।


২২শে জ্যৈষ্ঠ,১৪২৬,
ইং ০৬/০৬/২০১৯,
বৃহস্পতিবার, বেলা ১০.৪৫মি:। ৭০৯ তাং  ০৭/০৬/২০১৯।