মৃত্যুকে দেখেছি আমি অতি কাছ হতে
সব যেন হারিয়ে যায় ক্রমে ক্রমে অন্ধকার কূপে।
চোখের মণি দুটি আলো খোঁজে চারিপাশে,
অন্ধকার ছাড়া কেউ তো থাকে না কাছে।
আলো তার দেয় না সাথ জীবনের ও পরমার্থে,
এ যেন মৃত্যুর কথা শুধুই যেন তাঁহার স্বার্থে।


ঐহিক শক্তি দৈহিক শক্তি, শক্তি সবই মনের,
কোন শক্তি কাজ করে না পার্থিব এই ধনের।
জীবন খুঁজে আলোর দিশা অন্ধকার হতে,
আলো তুমি জীবন দাও সেই মোহময় রাতে।
শক্তি তুমি ক্ষুদ্র অতি দৃশ্যমান নও,
ধ্বংস সৃষ্টি মোহন সংগীত তুমি শুধু গাও।


জ্ঞানহীন, চেতনাহীন, মুড়ো মতি মোরা,
আলো শূন্য অন্ধকারে শুধু তাই ঘোরা।
নাই রথ কোথা পথ? কোথা পাব তারে?
অন্ধকারকে বৈভব ভেবে থাকি মোরা ঘোরে।
জন্ম যেন মৃত্যু সম চেতনা রোহিত,
তাই আলো মেশে আসি আঁধারের সহিত।


২রা চৈত্র, ১৪২৫,
ইং ১৭/০৩/২০১৯,
রবিবার বেলা ১টা। ৬৮৫ তাং ২রা চৈত্র, ১৪২৫,
ইং ১৭/০৩/২০১৯।