গড্ডালিকা প্রবাহে যারা
গা ভাসিয়ে দেয়
পরজীবী পরগাছার মত তারা
শুধুই ভেসে যায়।

ধারা ছেড়ে অন্য ধারায়
যারা চলে পথ;
অবাক হয়ে দেখে সবাই
সেই সুসজ্জিত রথ।

নিজের সৃষ্টি, নিজের দৃষ্টি,
যদি স্বার্থশূন্য হয় ;
আপন করে নিতে কারও
লাগবেনা তো ভয়।

সৃষ্টিসুখে ভাসবে সবাই
ওই ধারাটা পেয়ে;
ধারায় ধারায় তরতরিয়ে
নৌকা যাবে বেয়ে।

১৭ই পৌষ, ১৪২৮,
ইং ০২-০১-২০২২,
রবিবার বেলা ১১:০৬। ১৫৫০, ০৩০১/২০২২।