জীবন রে তুই কেন ভাবিস
কিসের নেশায় ডুবে থাকিস?
ওই নিরালায় নীরবে;
হৃদয় কাঁদে বুঝতে নারে
অঝরে অশ্রু ঝড়ে বুকের পরে
চিত্তে চেতন আসবে কবে?

কি যে খেলা খেলে যায়
নিজে কেঁদে অপরকে কাঁদায়
স্থির থাকতে নাহি পারে;
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া
তাকেই বলে আসল পাওয়া
নান্দনিক সেই অর্ঘ্যের বলে।

জীবন রে তুই কেন ভাবিস
কিসের নেশায় ডুবে থাকিস?
ওই নিরালায় নীরবে।

১৮ই বৈশাখ, ১৪২৯,
ইং ০২/০৫/২০২২,
সোমবার বেলা১১:০৬। ১৬৭১,  ০৬/০৫/২০২২।