অসাধারণ সাধারণ হয়,
তার ধ্যান, তিতিক্ষায়;
নিজের সর্বস্ব দেয়,
অপরের মঙ্গল কামনায়।


সবার মনের মাঝে
সাধারণ হয়ে বাঁচে;
জীবনের চাওয়া পাওয়া
সবাই তাহাই যাচে।


সাধারণ হতে গেলে,
চেতনা অন্তরে প্রয়োজন;
মানবতা আর মনুষ্যত্ব,
এই মানুষের মূলধন।


জগতের যাহা-কিছু
সবই পড়ে রবে;
সাধারণ হলে পরে,
অন্তরে ঠাঁই পাবে।


দিনের পরে রাত,
আঁধারে ঢেকে রাখে;
মুক্তির পথ খোঁজে,
সেই আলো বুকে মেখে।


৫ ই চৈত্র, ১৪২৭,
ইং ১৯/০৩/২০২১, ১২৬৩,  ২১/০৩/২০২১।
শুক্রবার বেলা ১১:২৩।