ঐ সাধারনেই লুকিয়ে থাকে
           এক অসাধারণ চিত্ত;
বাইরে থেকে যায় না বোঝা,
             কোথায় তাহার বৃত্ত ।


বৃত্ত ছাড়া হয় যে তারা
             অসীম তাদের মনন
সবার জন্য ভাবনা ভাবে,
               জগৎ করে বরণ।


আমরা দেখি আমরা ভাবি,
           নকল করি  না
কেউবা তারে আদর্শ ভাবে,
          সবাই ভাবে না।


এমন চিত্ত ছড়িয়ে পড়ুক
              আজ সকলের মাঝে
অসাধারণ ভাবনা দিয়ে,
               জ্বালবে প্রদীপ সাঁঝে।


আঁধার রাতে আলোর মালা
              করবে আঁধার দূর
আনন্দ গানে ভরিয়ে দেবে,
             শুনবো নতুন সুর।


১৩ই অগ্রহায়ণ, ১৪২৬,
ইং ৩০/১১/২০১৯,
শনিবার, বিকেল ৪:৩০। ৮৯৯, ২৮/০১/২০২০।