একা আসা একা যাওয়া,
এইতো মোদের পরম পাওয়া,
পরম পিতার কাছে;
জন্ম থেকে জীবন শুরু,
মৃত্যুকালে হই যে ভীরু,
চেতন চিত্তে আছে।


ব্যাপ্তি তাহার অনেক দূর,
ক্ষুদ্র জীবন তোলে সুর,
কেমনে দেখবো তারে?
খুঁজতে গিয়ে দিশা হারাই,
পাওয়ার ভাবনায় করছি বড়াই,
মোহ মায়ার ঘোরে।


জীবনটা যে ছোট্ট অতি,
ধৈর্য ধরার নাইযে মতি,
তরতরিয়ে কালের গতি ছোটে;
সঠিক পথ পাই না খুঁজে,
কে দেখাবে পথটা বুঝে?  
তাই অতি ক্ষুদ্র কিছু জোটে।


অসীমের মাঝে সসীম মোরা,
ক্ষুদ্র ভাবনায় আছি ধরা,
বৃহৎ এর ডাক শুনতে পাই না;
নিত্য দেখি নিত্য শুনি,
প্রাণের মাঝে গুনগুনানি,
বুঝে ও তা বুঝতে পারি না।


পথের শেষে আসি যখন,
অবুঝ লাগে মনটা ভীষণ,
পেয়েও যে কিছুই পেলাম না;
দিনের শেষে তাইতো হরির নাম,
কেউ দেয় আল্লাহ বা যীশুর বিধান,
পাওয়ার আশা তবু ছাড়ি না।


তরীর পালে লাগলে হওয়া,
লাগবে না যে নাও বাওয়া,
জীবন তরী এমনি ছুটে যাবে;
মোহ মায়ার সব খেলা,
শেষ হবে ঐ সন্ধ্যা বেলা,
ভাললাগা সব পশ্চাতে পরে রবে।


৮ই পৌষ, ১৪২৫,
ইং ২৪/১২/২০১৮,
সোমবার, বিকেল ৪টা।   658 dtd 25/12/2018