অতীব সত্য, অতীব বাস্তব,
এইতো মোদের জীবন;
বুঝেও বুঝিনা সত্য মিথ্যা,
চাইনা করিতে অনুধাবন।


বড় হয়ে মোরা যাই সরে দূরে
মাতাপিতা ঘরে ফেলে;
স্বপ্ন তাঁদের ভেসে যায় সব,
কালের স্রোতের টানে।


কি যে ভাবি? কেন ভাবি?
ও কোন স্বপ্নের ভবিষ্যৎ?
ক্রমেই জগৎ আঁধারে ঘেরে
ভাবনায় আনিনা সেই মত।


আজকের নবীন কালকের প্রবীণ,
জীবনের পরম সত্য ওরে;
জানতেই হবে বুঝতেই হবে,
সব দায় বইতেই হবে ঘাড়ে।


১০ ই আশ্বিন, ১৪২৮,
ইং ২৭/০৯/২০২১,
সোমবার সকাল ১০:৫২। ১৪৫৩, ২৮/০৯/২০২১।