কথায় কথায় তুলনা করি বর্তমানকে অতীতের সাথে। অতীতে যারা ছিল তারা অতীতের মতোই ছিল ভালো-মন্দে মিশে, তারপর একে একে চলে গেছে শেষে। বর্তমানের জন্য অতীত রেখে গেল কতগুলো পথের দিশা, মানিনা মোরা, বুঝিনা মোরা, মোদের শরীর নীল হলো বিষে। অতীতকে টেনে লাভ কি? অতীত থেকে পেতে পারি কতগুলো অভিজ্ঞতা। নেওয়া, না নেওয়া, নির্ভর করে আফিন খোরের উন্মত্ততা। চেতনার আলো সত্যি কি পৌঁছাতে পারলো শিক্ষিত মানুষের হৃদয়ে? আলোচনা, ধারণা সবই পড়ে রইল ঊষর মরুভূমিতে। তপ্ত মরুভূমিতে, জল নেই, বসন্ত নেই, সবুজের সমারোহ কোথা থেকে পাবে প্রাণ? দৈন্যতায় ভরা মন। জানি তো সবাই - মূল্যহীন জীবনের সব ধন তবুও তো ছুটি ওই নেশার পিছ;, বিবেক বোধ সবই বুঝি হল মিছে। নেশা, তমসার নিশা, কোথা পাবে দিশা অন্ধকার পথে? ওরা যে সবাই চলিছে চক্ষু মুদে ধর্মের রথে। ভাঙ্গ রথ করো বধ, উপায় যে নাই, সংস্কারের ঊর্ধ্বে উঠে মানুষকে মুক্তির আলো দিতে হবে তাই। ন্যায় অন্যায় ধর্মাধর্ম সবই মানুষের মঙ্গলের তরে, চেতনার আলো উদ্ভাসিত হউক সবার আপন হৃদয় জুড়ে। তবেই আঁধারে ঢাকিবে না আলো, আছে রবি, আছে শশী, মুছে দেবে কালো। আস তবে সবে হাতে হাত মেলাই, এই ধরায় যেন আমরা স্বর্গীয় সুষমা খুঁজে পাই।'


৩০ শে ভাদ্র, ১৪২৬,
ইং ১৭/০৯/২০১৯,
মঙ্গলবার, বেলা ১১টা। ৭৮১, ইং ১৭/০৯/২০১৯।