যারা এলো বাইরে থেকে
তারাই আজ বড়;
আর্য্ দ্রাবিড় ভাবনা এনে
দেশ বুঝি শেষ হলো।

হিংসা দ্বেষের আমদানি টা
ওই দখলদারির ফল;
দ্রাবিড়দের হারিয়ে দিয়ে
মনুষ্যত্ব করে টলমল।

হাজার বছর পেরিয়ে গেল
ওরা হিংসা ভুলল না;
সেই দখলদারির মানসিকতা
আজও ছাড়তে পারল না।

ওই ঔপনিবেশিক মানসিকতা
হিংসা ছড়ায় দেশে;
কালো সাদার বিভেদ টেনে
মরছে জ্বলে রেশে ।

পশ্চিম থেকে আগত যারা
হাজার হাজার বছর আগে;
পারেনি তাঁরা আপন হতে
শুধুই ক্ষমতার সেই রাগে।

আর আর্য দ্রাবিড় পার্থক্যটা
দেখি আজও প্রবলতর্ ;
উন্নাসিকতা আর ঔপনিবেশিকতা
হচ্ছে বুঝি জড়ো।

মানুষে মানুষে ঐক্যের বীজ
ছিল চৈতন্য, লালনের;
আর্যরা শুধু মুনাফা লুটছে
ছড়ায়ে আবেগ হিংসের।

আদির স্বার্থ ক্ষুন্ন হলো
আগতের স্বার্থের ফলে;
মনুষ্যত্ব আর মানবতা বুঝি
গেল সবই রসাতলে।

চেতনার আলো না জ্বললে
বিভেদ ঘুচবে না;
শান্তির বার্তা মাঠে মারা যাবে
মানুষ বুঝবে না?

মানুষে মানুষে  বিভেদ নাই
শুধুই বিভেদ ভাবনার;
খারাপ ছেড়ে ভালো হতে হবে
আসুক সেই চেতনার।

১১ ই মাঘ,  ১৪২৮,
ইং ২৫/০১/২০২২,
মঙ্গলবার সকাল   ৭:২৮। ১৫৭২, ২৬/০১/২০২২।