পাইনা আমরা যাহা চাই
কেন হারিয়ে যায় হাওয়াতে?
প্রাণের কথা কারে বলবো
সব বাধা কি ওই দেওয়াতে?


দেওয়ার কথা শুনলে পরে
যায় শুকিয়ে বুক সবার;
নেওয়ার কথায় কষ্ট নাই
এটাই তো আজ হবার।


যুগের সাথে তাল মিলিয়ে
চলতে গিয়ে বাধা পাই;
সেই বাধা কাটিয়ে গিয়ে
বলো- পাব কোথায় ঠাঁই?


যারা শুধু নিতেই জানে
দেওয়ার কথায় কষ্ট পায়;
মিথ্যাচারে ভুলিয়ে দিয়ে
সমুখ থেকে পালিয়ে যায়।


জগৎ জুড়ে এই খেলাটা
দেখি ওই চলছে অবিরত;
পরের ধনে পোদ্দারি করা
বুঝি এটাই তাদের ব্রত।


৮ই আষাঢ়, ১৪৩০,
ইং ২৪/০৬/২০২৩,
শনিবার সকাল ৯:০৮। ২০৫১, ২৭/০৬/২০২৩।