পাপীর পাপে সকল ঘটে
প্রকৃতির প্রতিশোধের ইচ্ছা বাড়ে;
দেখি চারিদিকে ধ্বংস নামে
আর নিরঅপরাধ মানুষ মরে।


ভাসিয়ে নেয় মানুষের ঘরবাড়ি
চারিদিকে ধ্বংসের ছড়াছড়ি;
পাপির সমর্থনে যারা থাকে
তারা অহরহ করে বাড়াবাড়ি।


ভোটের চিত্র তাই তো দেখি
বোমা পিস্তলের ফাটাফাটি;
পুলিশরা সব দাঁড়িয়ে থাকে
ঐ শান্তি রক্ষা হয় যে মাটি।


কেমনে চলে এমন দেশ?
শাসক শোষক একই দলে;
ফলে আমজনতার দুঃখ বাড়ে
আর মানুষ মরে মাথা খুঁড়।


কেউ যদি বলে শান্তি আছে
শাসক তাকে বাঁচিয়ে রাখে;
আর পরের ধনের পোদ্দারিটা
নিজের মতো করেই শেখে।


পাপের সাথে যুক্ত যারা
ক্ষণিক সুখে থাকে তারা।
আর কুদরতের এমন ফল
ওদের ভাবনায় ঢালে জল।


তাই প্রকৃতির ওই বিরুদ্ধাচরণ
ডেকে আনে মানুষের মরণ;
শান্তির খোঁজ পেতে হলে
মানতে হবে প্রকৃতির নিয়ম।


২৪শে আষাঢ়, ১৪৩০,
ইং  ১০/০৭/২০২৩,
সোমবার বেলা১১:২৪। ২০৬৯, ১৫/০৭/২০২৩।