দল বেঁধে ইচ্ছারা,
        পরাণেতে আসেরে;
আনন্দে তারা সব,
        আঁখিপটে ভাসেরে।


    ভরা মনো সাগরে;
    থর থর কাঁপেরে।


কূল ছাপিয়ে বুঝি-
           উথলিয়া যায়;
পালানোর পথ তারা,
         কোথা নাহি পায়।


চারিদিকে বাঁধনের-
          পাথরের বাধারে;
পেরিয়ে ও বাধা-
         কেমনে যাবে রে!


যদি পরাণের আঁকুতি,
             ইচ্ছারা পায়;
কূলের বাধা ভেঙ্গে,
          তবে তারা ধায়।


কোন বাধা পারেনা,
           বাঁধিতে তাহারে;
পরাণের ইচ্ছারা-
          দল বেঁধে নাচেরে।


১লা ভাদ্র, ১৪২৩,
ইং ১৭/০৮/২০১৬,
বুধবার, সকাল ৬.৩০।