মানুষ যদি মানুষ না হয়,
মানুষ তারে কেমনে কয়?
মূল্যহীন ওই পরগাছা পরনির্ভর
এটা সৃষ্টির মিথ্যা অপচয়।


ওরা পরের দেহ চুষে খায়,
নিজেদের থাকেনা কোন দায়;
না হলে তারা ওই ভাগাড়েই
একা ভুখা পড়ে রয়।


পরের ধনে পোদ্দারি করে,
নয় পরের দুঃখে দুঃখী;
ব্যক্তিসত্তা নাই যে তাদের,
তারা যে অস্তিত্বহীন মুখী।


অন্যের খেয়ে-পড়ে বেঁচে থাকে,
ভীষন চাটুকার হয় তারা;
সত্য-মিথ্যাকে উলটেপালটে দেয়,
পরের আহ্বানে হয় খাঁড়া।


নিজেদেরকেই যে চেনে না ওরা
অন্যের সমালোচনা করে;
আর নিজেকে বড় পন্ডিত ভাবে,
অন্যকে জ্ঞানহীন বলে ধরে।


ছন্দ রসের রসিক তারা
লোকে বলে তাদেরে ভাঁড়;
ভাঁড়ের ভাড়ামি আনন্দ দেয়,
যুক্তিতর্কে থাকে কিছু ধার।


তল্পিবাহক হয় যে তারা
বড় ছোটর কাছে;
এমনি করেই জীবন চালায়,
ক্ষণিক সুখে নাচে।


২৯ শে কার্তিক,১৪২৭,
ইং ১৫/১১/২০২০,
রবিবার সকাল ৮:০৫। ১২০০, ২৫/১১/২০২০।