পারিনা বুঝিতে-কে কোন পথে চলে
দেয় না বুঝিতে কেউ;
শুধু চেয়ে থাকি, কিছু আছে বাকি
লাগিতে চেতনায় ঢেউ।


মুখে বলি সব কোথায় সেই কলরব
ওঠে না হৃদয় থেকে;
শুধু শুনে যাই জগতে কোথায় পাই?
পথ কেন যায় বেঁকে?


ওই আমার আমিকে বলি থেকে থেকে
কিছু তো আমারে দাও;
খুঁজি হৃদয়ের দ্বারে ওই ঘুরে ঘুরে
তুমি কি শুনিতে পাও?


থাকে আঁধারে ঢাকা কে তুলিবে ঝাঁকা
আছে কার হিম্মত?
ওই স্বার্থের চাকা চলে দেখি আঁকাবাঁকা
নয় সোজা সৎ।


চাই নিজেরে বাঁচাতে মরে যাঁরা মরে
মরিতে দিতেই হবে;
যারা যেতে চায় বলো কে আটকায়
বাঁধনে বেঁধেছি কবে?


শুধু হাহাকার কে নেবে কার ভার
বলো দায় কার?
সৃষ্টির পরে সবাই থাকে ধ্বংসের পথে
ধ্বংসই সঙ্গী তার।


ভাবি পথে পথে যাব কোন রথে
চলার ক্ষমতা নাই;
জটিল হতে জটিল ভাবনা যে কুটিল
নিদর্শন এটা তাই।


যাক চলে যাক, যে যেতে চায়
কে ফেরাবে তাঁরে?
মিথ্যা দর্শণ কভু আনে না বর্ষন
চেতনহীনের দ্বারে।


২৬শে পৌষ, ১৪২৯,
ইং ১১/০১/২০২৩,
বুধবার রাত ১১:২৪। ১৮৮৬, ১৩/০১/২০২৩।