পথিক তুমি কোথায় যাও?
      পথ হারায়ে;
পথের পাণে চেয়ে চেয়ে।

তোমায় বুঝি নাহি টানে,
      পিছন পাণে;
আকুল করা গানে গানে।

সব হারায়ে পথে পথে,
     একলা চলা;
     এ জীবন পথের ছলাকলা।

পথিক তুমি যাও জিরায়ে,
     সব হারায়ে;
কেন দ্বিধা সম্মুখ পানে,
     পা বাড়ায়ে?

আসন পেতে আছি হেথায়,
    আপন ব্যথায়;
আকাশ তলে মুক্ত হাওয়ায়।

তোমার কাছে আছে জানার,
     কত শোনার;
পথের দিশা তাইতো মানার।

তুমি যবে চলে যাবে,
        সেই সে ভোরে;
আমার চলা শুরু হবে,
       ওই পথটি ধরে।

এই তো পথিক পথে চলা,
     সকল ছেড়ে;
নীল আকাশে পাখনা মেলে,
    সেই সে ভোরে।  

৩১শে শ্রাবণ, ১৪২৫,
ইং ১৭/০৮/২০১৮,
শুক্রবার, সকাল ৭.২০মিঃ।   ৫৬৭ তাং ২৯/০৮/২০১৮।