পিৎজা বৃত্ত জীবনের পথ
চার ভাগে করছে ভাগ;
প্রথম টুকরো অমৃতসম
মায়ের কোলে কেটেছে রাত।


কৈশোর যেন বাঁধন হারা
ওই দ্বিতীয় অধ্যায় চলে;
বন্ধুদের সাথে মিলে মিশে
সবাই মিষ্টি মধুর বলে।


যৌবনের পথে পা ফেলে
বড় অম্ল মধুর লাগে;
নানান সাধে নানান ভাবে
অনন্যতায় হৃদয় হেথায় জাগে।


চতুর্থ ভাগে চাহিদার কথা
ক্রমেই ক্ষীণ হয়ে আসে;
মনের মাঝে অতীত শুধুই
ওই স্মৃতির পাতায় ভাসে।


পিৎজার মত শুরু ও শেষ
থাকে আলগা ভাবে বাঁধা
সংসার টানে যে যেমন তারে;
যেন কৃষ্ণের সেই রাধা।


তারপর শেষ, ফুরায়ে যায়
বলে - "ছিল বড় ভালো;"
যাদের স্বাদ পূরণ হয় না
তারাই বলে শুধু কালো।


জীবনের এই দর্শনের রূপ
বড় অবাক করে মন;
সবই হেথা থাকলো পরে
আজ শূন্য বুকের ধন।


১৯শে আশ্বিন, ১৪৩৯,
ইং  ০৭/১০/২০২৩,
শনিবার সন্ধ্যা ৫:৫৭। ২১৪১, ১৯/১৪০, ০৮/১০/২০২৩।