বাবারাই সন্তানদের বাল্যশিক্ষা, ধারাপাত,
মায়েরা তাহা অনুসরণ করে;
আবার সব কিছুই শেষ হয়ে যায়
অশিক্ষার ওই ক্ষণিক ভুলে।

ভালোয় ভালো জ্বালায় আলো
কুসংস্কার আনে মনের কালো;
আলোয় তোমরা যারা আছো
আঁধার ঠেলে পাখা মেলো।

ওই পাখার ঝাপটায় যাবে কেটে
কঠিন গভীর রাতের অন্ধকার;
মুক্তির আলোয় দিতে পারবে
মানুষকে বাঁচার সেই অধিকার।

নিতে হবে সবাইকে আজ
ভালো বাবা হওয়ার অঙ্গীকার;
তবেই পিতৃ দিবস সার্থক হবে
করব না কেউ অস্বীকার।

৫ ই আষাঢ়, ১৪২৯
ইং ২০/০৬/২০২২,
সোমবার সকাল ৯:৫৩। ১৭৪৬, ২১/০৭/২০২২।