পিতৃ দিবসে স্মরণ করি
পিতার সকল স্মৃতি;
পিতার স্নেহ ও  ভালোবাসা
অমর সেই প্রীতি।


মা থাকে ওই অন্তরজুড়ে
পিতা বহির্ বিশ্ব;
পিতা গুরু দেখায় পথ
সন্তান তাঁর শিষ্য।


দেয় নিজেকে উজাড় করে
অবশিষ্ট থাকে না কিছু;
পিতার অর্থ পিতার সম্পদ
যোগায় সাহস পিছু।


সন্তান এগোয় ভবিষ্যত পানে
পিতার উৎসাহ পেয়ে;
না হলে সন্তান চিনিত কি বিশ্ব
জীবনের তরী বেয়ে?


শৈশব থেকে কৈশোর হয়ে
যৌবনে দেয় পাড়ি;
ধরে শক্ত করেই পিতার হাত
দেয় না কভু ছাড়ি।


ওই ঝড়ঝঞ্জা যাহাই আসুক
পিতারা থাকে পাশে;
বিপদে-আপদে সাহস যোগায়
সন্তানকে আমৃত্যু ভালোবেসে।


২রা আষাঢ়, ১৪৩০,
ইং ১৮/০৬/২০২৩,
রবিবার সকাল ৯:৫৩। ২০৪৩, ১৯/০৬/২০২৩।