কি কারনে বিশ্ব সৃষ্টি ?
          কি কারনে জীব ?
কি কারনে ধর্ম এলো ?
       কোথায় তাহার ভিত?


ঐ অব্যক্তকে ব্যক্ত করার ,
               ব্রত নিল জীব ;                       
   সাংখ্য দর্শন সৃষ্টি হলো ,
           কপিল হলো শিব ।


আকাশ বাতাস কোথায় ব্রহ্ম?
              সবাই খুঁজে মরে ;
         মন দুয়ার না খুলিয়া –
           বেড়াই মোরা ঘুরে ।


হেথায় হোথায় খুঁজে খুঁজে ,
             এলো নানান মত ;
      সৃষ্টি হলো নানান ধর্ম ,
              এবং নানান পথ ।


খুঁজতে গেলাম সৃষ্টি কর্তা ,
              না পেয়ে তাঁরে ;
ওই আপনজন দুর করিলাম ,
             ধর্ম জাতের ভারে ।


  নানান মত, নানান পথ,
           শেস হয়েছে হোথা ;
সেই যেখানে লুকিয়ে আছে ,
            পরম আত্মার কথা ।


কোথায় যাবি, কেন যাবি ?
      খোঁজনা নিজের কাজে ;
পরম পুরুস লুকিয়ে আছে ,
           আপন হৃদয় মাঝে ।


সব সত্যের এক সত্য ,
               আমিই তো সেই ;
অরূপ রতন খুঁজে পেলাম,
            আর দুঃখ কষ্ট নেই ।