সৃস্টির এই বৈচিত্র রূপ,
                ভাবতে অবাক লাগে;
কোথায় স্রস্টা কোথায় দ্রষ্টা
                  কে আছে পশ্চাতে?
      
সুনিপুণ হাতে এঁকেছে ছবি ,
                  নিখুঁত তাহার কাজ;
ছোট বড় সবাই আছে ,
                 কি অপূর্ব এই তাজ।


এমন  শিল্পী কখনও দেখেছ ?  
                 তোমার চলার পথে;                  
একের সাথে অন্যের তুলনা,
                  হয় না কোন মতে।


আলো আঁধারের এমন খেলা ,
                   কে খেলিতে পারে?
কোথায় খুঁজে পাবে তারে ?
                   খুঁজে পাওনি যারে।


আকাশ বাতাস নাচছে ওরে ,
                 কোন হোলির গানে?
কে জোগাল এতো রং
                কাহার প্রানের টানে?


ওই অন্ধকারে আলোর ছটা ,
                  ভাবতে লাগে বেশ;
কোন আঁধার থেকে আলোর উৎস
                 কোথায় টানবে রেশ?


আমি তুমি, আমরা তোমরা ,
                     সব মিলেছি হেথা;
আলোর পথ খুঁজতে গিয়ে-
                    আঁধার পথে বাঁধা।


কেউ বলছে - পেয়েছি রে,
                  আলোর দিশা আমি;
আবার ক্ষণিক তরে আঁধার নেমে,
                      লুকায়  অন্তর্যামী।
        
ধরি ধরি ধরতে নারি
                    কোথায় পাব তারে;
অতল থেকে অ্সীম পানে ,
                      ছুটতে হচ্ছে যারে।


নানান কথা, নানান ভাবনা,
                     নানান ভাবে আসে;
ওই বন্ধ হৃদ্‌য় অন্ধকারে,
                        মহাশূন্যে ভাসে।


জন্ম- মৃত্যু সৃষ্টির ধারা,
                          চলছে অবিরত;
মানুষ মোরা বিস্ময় ভারে,
                     মস্তক করি অবনত।


বাংলা কবিতা স্মারক।


১৪ই পৌষ, ১৪২১,
ইং ৩০/১২/২০১৫,
মঙ্গলবার সকাল ১০:৩০।