দয়াহীন এই সংসারে,
আপন খুঁজিয়া মরে  ,
  আপন কি কেউ কোথাও পেয়েছে ?
আপন ভাবিয়া মোরে,
কে কথা বলিছে ওরে,
   সে যে মোর প্রান কেড়ে নিয়েছে ।


স্বার্থের বলয় ঘুরে,
সবাই মরিছে ওরে,
    আমি তো আজও মরি নাই ;
এখন ও ভালবাসায়,
আঁখিপটে জল ঝরায়,
    তাই আমি ভালবেসে যাই ।


স্বার্থের হানাহানি,
মনে তা আজও মানি,
   জড়-জীবের পার্থক্য বেদনায় ;
জগতের বিবেক ধর্ম,
মানুষের সব কর্ম,
   গড়ে ওঠে চিত্ত চেতনায় ।