জীবন জীবিকার তরে কাজ,
        শ্রম বলে জানি;
শ্রমের বিনিময়ে অর্জিত অর্থ,
        মজুরী তা মানি।


নিত্য নৈমিত্তিক মজুরিই তো,
      মানুষের রোজগার;
তারই ফলে জীবন জীবিকা,
      তারই নাম সংসার।


বিনা শ্রমে ধন লাভ,
     সে তো রোজগার নয়,
তার নাম উৎকোচ,
     তাহা রাখে ভাবনায়।


সাদাকে কালো করে,
      উৎকোচ ভাই;
শাসক প্রশাসকের আর,
    সেই সম্মান নাই।


       ১৫ই অগ্রহায়ণ, ১৪২৩,
       ইং ০১/১২/২০১৬,