অদৃশ্য হতে সৃষ্ট মোরা,
    দৃশ্য জগৎ দেখি;
অবাক বিশ্ব, অবাক দৃশ্য,
    সৃষ্টি রহস্য একি!


নতুন সৃষ্টি, নতুন দৃষ্টি,
    নতুন ভাবনা আনে;
ভাবতে ভাবতে অনাবিল সৃষ্টি,
    আসবে আপন মনে।


কেন বসে থাকি,খুলে দেও ঝাঁপি,
     আপন হৃদয় হতে;
আঁধার পৃথিবী আলোকিত হউক,
    ভাবনা বিচ্ছুরনের সাথে।


আজ যে আলো পথ দেখালো,
   কাল সে আঁধার হবে;
নতুন আলোর ঝলকানিতেই,
   পুরাতন দৃশ্যমান রবে।


পুরাতনের হাত ধরেই তো,
    নতুন আলো ভবে;
নতুন আলোয় উদ্ভাসিত,
    জগৎ আলো করে।