এ আমার বুকের জ্বালা,
     জ্বলবে জীবন ভর;
স্বদেশ ছাড়ি বিদেশ আসি,
     আপন হলো পর।


স্বাধীনতার যুদ্ধে ছিলাম,
     এক মুক্তি যোদ্ধা আমি;
শত বাধা পার হয়েছি,
    যাইনি তো কভু থামি।


যুদ্ধ শেষে স্বাধীন হলো,
    আমার বাংলাদেশ;
ক্ষমতার অলিন্দে ব্যক্তি স্বার্থ,
    আজও হয়নি শেষ।


ওদের কাছে ধর্মটাই বড় হলো,
     দেশ, জাতী বড় নয়;
ব্যক্তি স্বার্থ মাথায় এলো,
     তাদের ঐ ভাবনায়।


লক্ষ লক্ষ-
প্রাণ হারালো, দেশ ছাড়লো,
       ওদের অত্যাচারে;
বিচারের বানী নিভৃতে কাঁদে,
      মানুষের ঘরে ঘরে।


চেতন চিত্তের কাছে আবেদন,
     বন্ধু আমার ওরে;
লাল রক্ত নীল করো না,
     ব্যক্তি স্বার্থের তরে।


পদ্মা, মেঘনা, বুড়ীগঙ্গায়-
আজও বয়ে যায়-
          কত মায়ের অশ্রুধারা;
সন্তান হারা মায়ের ব্যথা,
         হয়নি তো আজও হারা।


বন্ধু সবাই দৃপ্তপায়ে এগিয়ে এসো,
       এক সাথে হাতে হাত ধরি;
মায়ের অশ্রু আর ঝরতে দেবো না,
      বাজিতে জীবন শপথ করি।