আমি দেখেছি তাহারে,
       বকুল বীথি বনে,
       গাঁথিছে বকুল মালা;
আঁখি ছল ছল,
        হৃদয় উচ্ছল,
      কাহারে স্মরিছে বালা?


অঞ্চলে মুঁছে আঁখি পল্লব,
     করে লয়ে প্রীতি ডোর;
দাড়ায়ে আছে পথ পানে চেয়ে,
     হয়ে যাবে বুঝি ভোর।


আশা নিরাশায় দুলিছে হৃদয়,
     আসিবে কি সখা ফিরে?
বিরহ বিধুর ভালবাসা আজও,
     রেখেছে তাহারে ঘিরে ।