যে নদী বয়ে চলে    
              কুলকুল রবে ;
        তাঁরে বেঁধে রাখা ,
             কি উচিত হবে ?


        উচ্ছল তরঙ্গ মালা ,
             চুমে যায় ভূমি ;
        বলে যায় ওগো প্রিয়ে ,
             সুখে থাক তুমি ।


       কোথা হতে আসে ?
            এত ভালবাসা !
       প্রাণহীন জীবনের ,
            মেটে নাতো আশা ।


      আনন্ত এই ভালবাসা ,
           চলে আগে ভাগে ;
       মানুষ এই মরুভূমে ,
           আজও তাই জাগে ।
                        “চিত্ত রঞ্জন সরকার”