প্রবীণের-চেতনার আলোতে,
         নবীনের আবির্ভাব;
নবীন দেখালো স্বপ্ন মঞ্জিল,
         তাই তো পেয়েছি সব।


পূর্বসূরীর প্রাণের আবেগ,
         উত্তরসূরি মোরা;
নতুন মনের নতুন স্বপ্ন,
         হৃদয় আবেগে গড়া।


পুরাতন যাবে নতুন রবে,
         প্রকৃতির নিয়ম তাই;
রাতের পরে সূর্যের উদয়,
         জাগে আলোর জ্যোৎস্নাই।              


প্রবীণের বিদায়ে, অশ্রু ঝরে,
         দিনের আলোতে নামে রাত;
রাতের পরে আসে নবীন সূর্য,
         এলো বুঝি ঐ নতুন প্রভাত।


চৈত্রের পরে বৈশাখ আসে,
         এ কালের গতির জোর;
ডিসেম্বরের পরে তাই জানুয়ারী,
         আসে ঐ নতুন বছর।


              ১৫ই পৌষ, ১৪২৩,
               ইং ৩১/১২/২০১৬,
                শনিবার, রাত ১২.৪৫।