আমরা আজ দাড়িয়ে কোথায় ?
               বাজাই কিসের বাঁশি ?
         গ্রাসিছে সমাজ দারিদ্র ক্ষুধায় ,
               ধূসর হয়েছে হাসি ।


         স্বাধীনতার প্রানের আবেগ ,
               কোথায় মিলিয়ে গেল ?
         শোষণের চাকা তরতর বেগে ,
               সমাজ বিষিয়ে দিল ।


         রক্তে রাঙান স্বাধীনতার দিন ,
               আর কি আসিবে ফিরে ?
         নীল রক্ত হবে কি লাল ?
                 আমরা হব কি হীরে ?