বৃষ্টি সে কি শুধু এক ফোঁটা জল ?
      আনিল বন্যা, নামিল যে ঢল ।

             যে দিকে তাকাই শুধু জল আর জল,
              ধুয়ে মুছে দিয়ে যাক ধরণীর তল ।


      মুছে যাক ক্লেদ ধরণী হতে ,
      হিংসার অনল মুছে যাক তাতে ।


              সাম্যের গীতি উঠুক বাজিয়া ,
               দুঃখ দন্য সব ত্যেজিয়া ।
    
        ভরিয়া উঠুক হাসি ফুল ও ফলে,
        অমর কাব্য হউক রচিত এই ধরণীর তলে ।