কে-কিভাবে নেবে? জানিনা,
        জানতে চায়না মন;
চিত্তের জানালা খুলে দেখাতে চাই,
        আমার অন্তরের ধন।

যে রত্নভান্ডার লুকায়ে অন্ধকারে,
      যুগ যুগ ধরে পড়ে আছে;
হতদরিদ্র আমি, তবুও ভাবনা করি?
     আঃ!এত আছে মোর কাছে।

যদি দুহাতে বিলাতে পারি আমি সব,
       কেটে যাবে এই অন্ধকার;
জগতের মাঝে আসিবে নবীন ভোর,
     হবে ধন্য মোর রত্ন ভান্ডার।

২৫শে মাঘ,১৪২৩,
ইং ০৮/০২/২০১৭,
বুধবার, বিকেল ৪টা।