আসা যাওয়ার ধরাধামে ,
    শুধুই কাঁদা, শুধুই হাসা ,
           এই জনমে ।

    কেনরে ? তুই ভাবিস বসে ,
    জঠর জ্বালা , প্রানের মালা ,
            জীবন নাশে ।

     ও তোর বিদায় ক্ষণে ,
     সবাই ফেলে যাবে চলে ,
            আপন মনে ।

     তোর সাথে কেউ যাবেনা ,
     প্রানের ব্যথা কেউ নেবেনা ,
            এই ধরাধামে ;
    ব্যথার ব্যথা হৃদয় হেথা ,
          সব হারাবে এই জনমে ।