ওরে আমার পাগলা হাওয়া,
তোর ছোয়তে শীতল হওয়া।

গাছের ডালে, গাছের পাতা,
      নাচছে ওরে তোর পরশে;
ফুল ফোঁটালো ডালে ডালে,
         সবুজতর সেই সরসে।

গাছের তলায় বাঁজায় বাঁশি,
রাখাল ছেলের এমন হাসি।

ঝুমুর ঝুমুর বাজবে নুপূর,
            বাঁশির সুরে জানি;
সোহাগ করে কাছে এসে,
            বসবে রাখাল রানী।

ঝড় হাওয়ার ভালবাসা,
            কেমন কাছে টানে;
মরুভূমি ও ভেসে যায়,
             ভালবাসার বানে।

২২শে চৈত্র, ১৪২৩,
ইং ০৫/০৪/২০১৭,
বুধবার, বিকেল ৩.৩০।