খুঁজতে হবে জীবনভর,
                      খুঁজতে হবে তাঁরে;
খুঁজতে খুঁজতে জীবন যাবে,
                   মোদের এমনি করে।


কয়লার ময়লা যায় না ধুলে,
                 তুমি যতই চেষ্টা করো;
বিস্ময় ভরা এই পৃথিবীটা,
              যতই আপন ভেবে ধরো।


বাঁচার জন্য যদি বা ওঠো,
                        সোনায় মোড়া রথে;
ছাড়তে হবে, মরতে হবে,
                            চলতে হবে পথে।


কঠিন সময়ে আসবে যখন,
                        তখন দিশেহারা হবে;
এই অনন্তে যে কত পথ,
                       তুমি কোন পথে যাবে?


কত গেল, কত এলো,
                       পথের দিশা নাহি পেল;
আশায় আশায় বসে থাকি,
                         প্রভাত সূর্য অস্ত গেল।


২৩ শে কার্তিক, ১৪২৬,
ইং   ১০/১১/২০১৯,
রবিবার বিকেল ৪টা। ৮৩৮, ১৭/১১/২০১৯।