শিক্ষাদিক্ষা আর কবিগুরু
একাত্ম এই বাংলায়;
দক্ষিণপন্থী, চরম দক্ষিণ পন্থী
হবেই এবার বিদায়।


মানুষ রবির ভাবনার ছবি
কাব্যের বাস্তব রূপ;
বুঝতে গেলে সেই তত্ত্ব
ছাড়তে হবে কুপ।


রাজনীতি চলে ব্যক্তি স্বার্থে
দুর্বৃত্তরা তাই করে;
রবির প্রতি শ্রদ্ধা তাদের
অপসংস্কৃতি ধরে।


ওই শ্রদ্ধা, শ্রাদ্ধ মিলেমিশে
হয় যে একাকার;
ভালোবাসা মিলায় পঞ্চভূতে
কোথায় জবাব তার?


মানুষের প্রতি সেই  ভালোবাসা
প্রমাণ কেমনে দেবে;
প্রেমের সাথে হাত বাড়ালেই
সাক্ষ্য প্রমাণ পাবে।


ভয় দেখিয়ে যায় না পাওয়া
মানুষের ভালোবাসা;
মানুষ হতে পারলেই শুধু
যায় করা সেই আশা।


২৫শে বৈশাখ, ১৪৩০,
ইং ০৯/০৫/২০২৩,
মঙ্গলবার রাত  ১১:৩৩। ২০০৩, ১০/০৫/২০২৩।