আমায় কেন-রাখলি ধরে?  
           এই বন্ধ কারাগারে;
কোন আলোই আসছে না তো-
        আমার ঘরে, দিন দুপুরে।


আলোর বেলা হলো সারা,
বন্ধ খাঁচায় আমি একলা,
         সাঁজের বেলায় অন্ধকারে;
মন তুই আলো দিলি কত জনে,
আমার কথা তোর নাইতো মনে,
         এই অন্ধকারে পাব কারে?


মনের আনন্দে হেসেছি কত,
পেয়েছি আমি চেয়েছি যত,
            সেই আমার কৈশোরে;
কৈশোর ছেড়ে যৌবনে এলাম,
হেথায় এসে ফুল ফোটালাম,
            আমার এই হৃদমাঝারে।


কেমন তাঁহার রূপের বাহার?
চিনলো না কেউ রূপ যে তাঁহার,
         সেই অজানাই পরে থাকে;
অন্ধকারে আলো জ্বেলে,
এই মন গুহা মুক্ত হোলে,
        ভ্রমর আসবে ঝাঁকে ঝাঁকে।


শুক্তি থেকে মুক্তি পেয়ে,
হীরার আলো ঝলসে দেবে,
            আমার এই বন্ধকারা;
সেই আলোতে হবে আলোকময়,
ধরার অন্ধকার সব হবে ক্ষয়,
         প্রানের-বন্ধু আলোর দ্বারা।


১৬ই কার্তিক, ১৪২৪,
ইং ৩রা নভেম্বর, ২০১৭,
শুক্রবার রাত ১২.১৫।