জীবনের বাঁকে বাঁকে,
কত যে গোলাপ ফোটে;
আনন্দে অশ্রু ঝরে,
একা শুয়ে গভীর রাতে।


শুধুই খোঁজা প্রানের বোঝা
কেউ তো বোঝে না;
অজানাকে জানতে গিয়ে
মন যে মানে না।


মনের বাসর নাই রে দোসর,
কেন এত জিজ্ঞাসা;
নানান ফুলে সাজাই এ ঘর,
অজানা প্রেমের আশা।


প্রকৃতি ভোলায় প্রেমের মালায়,
অজানা জানার সুরে;
ফুলের সৌরভে প্রাণ ভরে যায়,
কোকিল ডাকে ঐ দূরে।


প্রাণের বোঝা নয় সোজা,
বুঝতে হয় জীবন দিয়ে;
বুঝতে বুঝতে দিন চলে যায়,
ঐ প্রাণের আনন্দ নিয়ে।


২রা ফাল্গুন,১৪২৬,
ইং  ১৫/০২/২০২০,
শনিবার সকাল ৯টা। ৯২৯, ২৭/০২/২০২০।