সুরের মাঝে সুর খুঁজি,
                          আপন প্রাণের টানে;
এবার বুঝি আষাঢ়ে বৃষ্টি,
                          ভাসিয়ে দেবে বাণে।


পাল তুলেছি হাল ধরেছি,
                        এবার যাওয়ার পালা;
কোন দেশেতে যাব আমি,
                           পড়ে তোমার মালা?


হিরে মানিক নয়তো এই যে,
                            রাখবো ঘরে তুলে;
মালার ফুলের গন্ধে পাগল,
                       কেমনে রইবো ভুলে।


তোমার ভালবাসার ছোঁয়ায় হৃদয়,
                        উঠছে আজ জেগে;
যখন জাগার ছিল জাগেনি তো,
                      তোমার পরশ লেগে।


তোমার সাথে প্রাণের কথা,
                             রইল সবই পড়ে;
বলবো তোমায় আবার আমি,
                             যদি আসি ঘুরে।


এই জীবন সেই জীবন,
                            দুইয়ে মিলে এক;
ভালোবাসায় ভরিয়ে দেব,
                      বাজবে সেদিন শাখ।


২৮ শে আষাঢ়, ১৪২৬,
ইং ১৪/০৭/২০১৯,
রবিবার     ৭৩৫ তাং১৫/০৭/২০১৯।