পাথর তুমি তরল হবে
কাহার বলে?
তরল থেকে এমন হলে
সৃষ্টির ছলে।


আমরা ভাবি কোথায় ছিলে
কোন অতলে?
লুকিয়ে তুমি এমন রূপে
অবাক করে?


রূপের তোমার নাই কিনারা
দৃষ্টি হরা;
রাখে তোমায় আপন করে
দেহের অলংকারে।


সেই পাথরই গুঁড়িয়ে দেয়
জলের স্রোতে;
ওই সৃষ্টিধারা আনছে যারা
আপন হাতে।


কেউবা বলে প্রাণহীন তুমি
আমরা শুনি;
মূল্য তোমার অনেক দামি
সবাই মানি।


দৃশ্য দেখি ওই পাহাড়ে
তোমায় ঘিরে;
বারে বারে ডাকো তুমি
কাছে মোরে।


তোমার ছোয়ায় শীতল হয়
তপ্ত দেহ;
পারেনা ভুলতে এই জীবনে
তাইতো কেহ।


কঠিন তুমি তরল কর
চোখের জলে;
হয়ে স্মৃতিসৌধ দাঁড়িয়ে থাক
হৃদয় দোরে।


৯ই ভাদ্র, ১৪২৯,
ইং ২৬/০৮/২০২২
শুক্রবার বেলা  ১১:১৩। ১৮০৩, ২২/০৯/২০২২।