দিল খোলা হাসি বড় ভালোবাসি
জীবনকে শক্তি যোগায়;
এগিয়ে যেতে হবে ঐ সম্মুখে তবে
সেই পরম ভালবাসায়।


থাকে না আঁধার মননে বাঁধার
দর্শনে দিগন্ত আসে;
প্রাণ খোলা হাসি শক্তির আধার
আলোকিত হয়ে ভাসে।


প্রভাতের ছোঁয়া সন্ধ্যাতে এসে
জীবনের কথা কয়;
নবীনের বেশে ওই বৃদ্ধতে বসে
হয়ে যায় আলোকময়।


মনে হয় যেন স্বর্গের কানন
ধরায় দ্যুতি ছড়ায়;
এগিয়ে যেতে আঁধার রাতে
থাকে না আর ভয়।


১৯শে  শ্রাবণ, ১৪৩০,
ইং ০৫/০৮/২০২৩,
শনিবার সকাল ৯:৫৩। ২০৯১, ১৮/২৪৭, ০৬/০৮/২০২৩।