ভালোবাসার নান্দনিক রূপ এমনতরই হয়,
দুঃখের মাঝে সুখের খোঁজে থাকে না আর ভয়;
প্রেম বিরহ এমন জ্বালা হয়না তাহার ক্ষয়,
ভালোবাসার নান্দনিক রূপ এমনতরই হয়।
হৃদয়ের সাথে হৃদয় মিলিয়া একাকার হয়ে যায়,
উত্তল থেকে সমতলের দিকে প্রেম যে শুধুই ধায়;
ভালোবাসার নান্দনিক রূপ এমনতরই হয়,
দুঃখের মাঝে সুখের খোঁজে থাকে না আর ভয়।

২৮শে অগ্রহায়ণ, ১৪২৮,
ইং ১৫/১২/২০২১,
বুধবার সকাল ৭:৫৫।১৫৪২, ২৬/১২/২০২১।