(৯)
প্রেম যে বড় কঠিন জিনিস,
আমরা বলি সবাই অহর্নিশ,
সেই সত্যি কারের ভালোবাসা,
হৃদয়ে আর দেয় না শিস।
                (১০)
প্রেম যে বড় কঠিন ঠাই
তার বিকল্প কোথায় পাই;
কৃষ্ণের বাঁশি আজও বাজে,
প্রেমের বিকল্প কিছুই নাই।
                (১১)
বিষের জ্বালা বড় জ্বালা,
ওই হৃদয় হয় ঝালাপালা,
বিশ্বাস আর করে না কেউ,
পায়না কেউ প্রেমের মালা।
                (১২)
ওই পাখিরাও বিশ্বাস করে,
ঝড়ো হাওয়ায় বাসা গড়ে ;
এই মানুষই শুধু হেরে যায়,
আঁধার ঘরে থাকে পরে।
                (১৩)
চোখের জলে ভাসে সবাই,
তাইতো প্রেমের কথা ভাবাই;
নতুন প্রেমে দিওনা দাগা,
তবেই জয়ী হবে ভালোবাসাই।
                 (১৪)
বুকে বুকে জড়িয়ে রাখো,
এই প্রকৃতিকে দেখে শেখো;
একা একা যায় না বাঁচা,
প্রেমের অমৃত রস বুকে মাখো।
                 (১৫)
তুমি বাঁচবে, সেও বাঁচবে,
আনন্দেতে সবাই নাচবে ,
এই প্রেম বিরহ কাব্যগাথা,
অমর হয়ে ধরায় থাকবে।
                  (১৬)
চন্ডিদাস আর রজকিনী,
ছিল প্রেমের শিরোমণি;
রাধাকৃষ্ণের নামে আজও
বৃন্দাবনে বাঁশি শুনি।


২০শে ভাদ্র , ১৪২৮,
ইং  ০৬/০৯/২০২১
সোমবার রাত ১১:০৬। ১৪৩৩, ০৮/০৯/২০২১,