প্রেমের কাঙাল-
    শুধু প্রেম বিলিয়েই তাঁর সুখ;
কতটুকু পেল-
    তাতে নাই তাঁর কোনও দুখ।


অনন্ত চাওয় আর অনন্ত পাওয়া,
      অনন্ত তাঁর রূপ;
রূপের মোহে, ভোলে নাই দোহে,
    জ্বালায়ে প্রেমের ধূপ।


নিত্য নৈবেদ্য সজায়ে থালায়,
হৃদয় মালঞ্চের ফুল পরায়ে গলায়,  
     আনন্দে আত্মহারা;
জীবন যৌবন ক্ষনিকের তরে,
মোহমুক্তি ঘোটুক আজিকার ভোরে,
   প্রেমের কাঙাল যাঁরা।


১০ই ফাল্গুন, ১৪২৪,
২৩শে ফেব্রুয়ারী,২০১৮,
শুক্রবার, সকাল ৮.৪০।