আমি দেখেছি তারে এমন করে
           তবু বাঁধতে পারিনি;
অবাধ গতি তরতরিয়ে চলছে ওরে,
           ওই প্রেমের নির্ঝরণী।


তাঁর সেই উচ্ছল ধারা হই যে হারা,
         শুধুই তাকিয়েই থেকেছি;
আর নয়নে নয়নে নয়ন মিলিয়ে,
          কেবল ভালোই বেসেছি।


সে চলে গেছে চোখের অন্তরালে,
          রেখে গেছে কি?
শুধুই আবেগ মাখা প্রাণের ছোঁয়া,
           আর কিছুই রাখেনি।


চোখ মুদিলে আমি দেখতে যে পাই,
          স্বপ্নের মাঝে তাঁরে;
আমায় দু-হাত দিয়ে জড়িয়ে আছে,
            তাঁহার বুকে করে।


১৩ ই আশ্বিন, ১৪২৮,
ইং ৩০/০৯/২০২১,
বৃহস্পতিবার সকাল ৮টা। ১৪৫৭, ০২/১০/২০২১,