দ্রোহ আলো আলোকিত তুমি নজরুল,
দারিদ্র্যের নিপীড়নে ফুটায়েছো ফুল।
আলোহীন অন্ধকারে একা পথ চলা,
গানে গানে বিদ্রোহের কত কথা বলা।
ব্রত তুমি নিয়েছিলে জাগাতে জগত,
স্বাধীনতা সাম্যবাদ কে করিবে রোধ?
মুক্তির পথের দিশা, শুধু ভালোবাসা,
হৃদয় উজার করে বিতরিবে আশা।


দুখু মিয়া নাম নিয়া, চলেছ যে পথ,
দেখালে শেখালে তুমি, দিলে সেই রথ।
স্বাধীনতা কাকে বলে? বসে কারাগারে,
বোঝাতে চেয়েছো তুমি, সবে বারে বারে।
তোমার কাঙ্খিত পথ পায় নাই খুঁজে,
তোমার সহজ ভাষা ওঠে নাই বুঝে।


২৪ শেষ ভাদ্র ১৪২৭,
ইং ১০/০৯/২০২০,
বৃহস্পতিবার সকাল ৮:১৫ ১১২৬, ১১/০৯/২০২০