প্রিয়াঙ্কা ও যে মেয়ের মত,
যদি হতাম হতভাগ্য পিতা তার;
কি করিতাম ঘরে বসে?
কাকে দিতাম আমার ব্যথার ভার?


বুক ফেটে যায় ভাবতে গিয়ে,
চোখে অশ্রু আসে নেমে;
লজ্জা মোদের, লজ্জা দেশের,
শাস্তি দিলেই সব যাবে কি থেমে?


এই অপরাধ একমাত্র থামাতে পারে
দেশের নীতি, দেশের সরকার;
নিরপেক্ষ হতেই হবে যন্ত্র আর যন্ত্রীকে,
সেটাই এখন বড় দরকার।


যন্ত্রী যদি দুর্বৃত্ত আর অসৎ হয়,
যন্ত্র আর কাজ করবেনা;
সরকার আর পুলিশের কর্ম দেখে,
কোন বিশ্বাস রাখতে পারি না।


যারা ক্ষমতার লোভে ছাগল ক্রয় করে,
হেথায় কোটি, কোটি, কোটি টাকা দিয়ে;
তারা কি কোনদিন পারবে বন্ধু?
প্রিয়াঙ্কাকে শ্রদ্ধা জানাতে ন্যায়বিচার দিয়ে?


১৫ই অগ্রহায়ণ, ১৪২৬,
ইং তাং ০২/১২/২০১৯,
সোমবার, বিকেল ৪টা। ৮৫৪,  ০৪/১২/২০১৯